পস এলাকাবাসী সেলিম ইরশাদ করতেছেন, "স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার-আলবদররা কাবুলি পোশাক পরে বাঙালি নিধনযজ্ঞ চালিয়েছিল। এই কারণে স্বাধীনতার পর ক্লাব পরিচালনা কমিটির সভায় কাবুলি পোশাক ঢাকা ক্লাবে নিষিদ্ধ করা হয়। এর কিছুদিন পর পাকিস্তানের তৎকালীন হাইকমিশনার রিয়াজ খোকা কাবুলি পোশাক পরে ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু তাকে ওই পোশাকে ক্লাবে ঢুকতে দেয়া হয়নি।" আহা রে! এরপরই তিনি তৈলের ভাণ্ড হাতে নিয়ে জানাইতেছেন যে, "এক সময় পায়জামা-পাঞ্জাবীও ঢাকা ক্লাবে নিষিদ্ধ ছিল। জাতির জনক পায়জামা-পাঞ্জাবী পরতেন বলে পরে তা ঢাকা ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত করা হয়- যা এখন চালু আছে।" তাহলে মুজিব কোট কেন নিষিদ্ধ, জনাব সেলিম?
তবে, ওই লুঙ্গিপরা মুক্তিযোদ্ধারা একাত্তরে জীবনবাজি রেখে যুদ্ধ না করলে সাদাত হোসেন সেলিমরা করাচি কি লাহোরে বড়জোর যৌনকর্মীর দালাল হয়ে জীবিকা নির্বাহ করতেন, এর বেশি কিছু না!
সংযুক্তি :
আমাদের সময়ে সেলিমের একান্ত সাক্ষাৎকার
0 মন্তব্য