নতুন নিক খুলে ব্লগের প্রথম পাতায় এক্সেস পাওয়ার কিছু উপায় (শুধুমাত্র পুরনো ব্লগারদের জন্য)

ইদানিং দিনকাল খারাপ। ব্লগের মডারেশন জটিল থেকে জটিলতর হচ্ছে। এমনকি সার্ভার পর্যন্ত। ব্যানের নেই কোনো ঠিকঠিকানা। আবার ছয় মাসেও নতুন নিক প্রথম পাতায় এক্সেস পায় না। ফলে একজন আদর্শ ব্লগারের কমপক্ষে দুটি নিক থাকা জরুরি। সেদিকটা ভেবে নিজের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিলাম-

প্রথম পোস্টের গঠন কী রকম হবে?
যে কোনো ব্লগারের জন্যই প্রথম পোস্টটির বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ব্যান খেয়ে কিংবা না খেয়ে নতুন নিক খুলতে চান, তাদের জন্যও গুরুত্বপূর্ণ। সাধারণত কবিতা পোস্ট করলে দ্রুত ফার্স্ট পেইজে এক্সেস পাওয়া যায়। ২০০৬ সালের আর্কাইভে বহু পুরনো কবিতার পোস্ট পাবেন। তবে যাই লিখুন, প্রথম দিকে ইচ্ছে করে কিছু বানান ভুল করা অত্যাবশ্যক। চেষ্টা করবেন বিজয় স্টাইলে ইউনিজয় লিখতে। যেমন- অািম একজন নতুন েলখক। অাপনােদর সাইট খুব ভােলা েলেগেছ।
মনে রাখবেন, এর মাধ্যমেই মডারেটরদের বোঝাতে হবে, আপনি আসলেই একজন নতুন ব্লগার এবং ইতিপূর্বে কখনো ব্লগের নাম পর্যন্ত শোনেননি! আমার নিজের ব্লগ থেকে প্রথম পোস্টের দুটি উদাহরণ নিচে দেওয়া হল-
নিক : পাগলা গারদের ওয়ার্ডেন
আসলাম নতুন ইয়াহু সার্চে পেলাম এ ব্লগ আপনাদের মাঝে নতুন আশা করি বরণ করে নেবেন।
নিক : ফিউশন ফাইভ
সবার উৎসাহ পেলে নিয়মিত লিখব আমি একজন কম্পিউটার টেকনিশিয়ান। ব্লগে আমার মাতৃভাষায় নিজের দিনলিপি লিখতে চাই। সবার উৎসাহ পেলে নিয়মিত লিখব।

পোস্টের ম্যাটার আসবে কোত্থেকে?
ফার্স্ট পেইজে এক্সেস না পাওয়া পর্যন্ত লেখালেখি করা সম্পূর্ণ বোকামি। তাহলে পোস্টের ম্যাটার কোথায় পাবেন?
১. স্বয়ং সামহোয়্যারইন ব্লগ : ২০০৬ সালের পোস্টগুলো আর্কাইভ থেকে খুঁজে নিন। অপরিচিত ব্লগারদের শনাক্ত করে তাদের কনটেন্ট কপিপেস্ট করে প্রথম দুটি পোস্ট দিয়ে ফেলুন। সম্ভব হলে শিরোনামটি বদলে দিন।
২. চিঠিপত্র কলাম : মডারেটরদের আস্থা অর্জন করার জন্য দুটি পোস্ট যথেষ্ট নয়। এজন্য ইউনিকোড ব্যবহার করে- এরকম বাংলা পত্রিকার ওয়েবসাইটে যান এবং চিঠিপত্র কলামটি দেখুন। দুদিনের চিঠিপত্র কলাম ঘাটলে দুটি পোস্টের ম্যাটেরিয়াল অনায়াসেই পাওয়ার কথা।
৩. অপেক্ষার পালা : চারটি পোস্ট হয়ে যাওয়ার পর আপনার ব্লগের বামপাশে "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" অংশটি লক্ষ্য করতে থাকুন। আ, জা , দে আদ্যক্ষরের কোনো নিক সম্প্রতি আপনার ব্লগ ভিজিট করেছেন কিনা দেখুন।
৪. মুখ খুলুন ধীরে ধীরে : ওনারা ভিজিট করুক বা না করুক- সর্বোচ্চ একদিন অপেক্ষা করে নিচের নিয়ম অনুসরণ করে একটি পোস্ট দিন-

কি ব্যাপার? প্রথম পাতায় আমার লেখা আসছে না কেন ? কেউ কি একটু সাহায্য করবেন?
অথবা আর একটু চড়া স্বরে-
আর কত দিন ওয়েট করবো ভাই? অনেক দিন হয়ে গেল প্রথম পাতার সুখবর পাই না। কি অপরাধ আমার?

৫. সুসংবাদ শীঘ্রই পাবেন। পাওয়া মাত্রই আগের পোস্টগুলো দ্রুত ড্রাফট করে ফেলুন। আজ এ পর্যন্তই... 

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply