ইংরেজির দিকে বদলি হওয়ার আগে জিমেইলের বিচিত্র বাংলা বিষয়ে দু কথা

ছবিটি জিমেইলের বাংলা সংস্করণের। বেশ কিছুদিন ব্যবহার করলাম বঙ্গদেশীয় ভাষায়। দু একদিনের মধ্যে ইংরেজির দিকে বদলি হওয়ার আশা রাখি। প্রথমত বাংলা রাখলে বিস্ময়করভাবে লোডিংয়ের গতি বেশ ধীর হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত বিচিত্র এই অনুবাদের সঙ্গে ঠিক একাত্মবোধ করতে পারছি না। পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে কিছু ক্রস চিহ্ণ দিলাম। এর মানে হল, ওই ভাষা আমার পছন্দ হয়নি। তে ব্লগাররা যদি আরো সহজবোধ্য ও স্মার্ট ভাষা প্রতিস্থাপন করতে সক্ষম হন, তাহলে ফের বাংলায় ফেরার আশা রাখছি।

প্রথম প্রকাশ

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply