বিষয় : বাংলা ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি
সাক্ষাৎকারদাতা : ব্লগার শমশের আলম
-------------------------------------------------
বাংলা ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা এখন জানতে চাইবো দুর্ধর্ষ ব্লগার শমশের আলমের প্রতিক্রিয়া।
লোকালটক জুলাই ১৮, ২০০৮ @ ১২:৫৪ পুর্বাহ্ন ২

শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১২:৫৭ পুর্বাহ্ন ৩

লোকালটক জুলাই ১৮, ২০০৮ @ ১২:৫৯ পুর্বাহ্ন ৩.১

শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১২:৫৯ পুর্বাহ্ন ৪

লোকালটক জুলাই ১৮, ২০০৮ @ ১:০৫ পুর্বাহ্ন ৪.১

বিষাক্ত মানুষ জুলাই ১৮, ২০০৮ @ ১:১৯ পুর্বাহ্ন ৫

শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১:২২ পুর্বাহ্ন ৬

লোকালটক জুলাই ১৮, ২০০৮ @ ১:৩২ পুর্বাহ্ন ৬.১

এখন আপনি বলেন, বাংলাব্লগে মেয়েদের উপস্থিতি কেন কম? এটা কি নিরাপত্তাহীনতার কারণে? নাকি অন্য কিছু?
শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১:২৪ পুর্বাহ্ন ৭

শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১:৩৫ পুর্বাহ্ন ৮

ভাস্কর জুলাই ১৮, ২০০৮ @ ১:৪২ পুর্বাহ্ন ৯

শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১:৫৩ পুর্বাহ্ন ১০

anu জুলাই ১৮, ২০০৮ @ ২:১৫ পুর্বাহ্ন ১১

আবার সত্যিই বেন হলে বাংলা ব্লগ মন্ডলে লোকাল এর বভিষত কি হবে মনে করেন?
বিষাক্ত মানুষ জুলাই ১৮, ২০০৮ @ ২:২২ পুর্বাহ্ন ১২

দেশে কি জলপাই ঋতু শুরু হৈয়া গেল নাকি ?
শমশের জুলাই ১৮, ২০০৮ @ ২:৩৫ পুর্বাহ্ন ১৩

anu জুলাই ১৮, ২০০৮ @ ২:৪২ পুর্বাহ্ন ১৩.১

প্রোভাইডারের সমস্যা থাকলে সব দেশে সমস্যা হতো। কিছু 'জোন' অ্যাফেক্টেড হতে পারে (রাউটার
এটিসি কারণে) এমন সম্ভাবনা খুবই কম। এজন্যই বলছি এপিঠ-ওপিঠ (সম্ভাবনা) : সমস্যাটা সচলদের ইচ্ছাকৃত নতুবা বিটিসিএল বা মধ্যবর্তী কেউ দায়ী। পোর্ট টা চেঞ্জ করলে ঠিক হতে মিনিটও লাগবে না (আইপি চেঞ্জ প্রপোগেট হতে সময় নিবে, তদুপরী সমস্যা নাও মিটতে পারে, দায়ী যদি বিটিসিএল হয়) । ফেরযদি পোর্ট সংক্রান্ত ঝামেলা হয়, প্রতিবাদে নামুন (পোর্ট প্রক্সি ব্যবহার করলে পোর্ট ধরা দুরুহ/পরিবর্তন সহজ)।
সরকারিভাবে ব্যান করতে হলে অনেক সময় নিবে (এর মাঝে 'ওদের' সংগে টেকনিক্যালি আমরা লড়াইয়ে আগায় থাকবো )।
হুতাশ আর হয়তো হয়তো করে সময় নষ্ট করার জন্য ওই 'মার্কেটিং' এর কথা কেউ বললে হজম-ই করতে হবে।/////////////////
এ ব্যাপারে কি মত? সচল এই সহজ জিনিস টা করছে না কেন?
anu জুলাই ১৮, ২০০৮ @ ২:৪৩ পুর্বাহ্ন ১৩.১.১

টিনের সেপাই জুলাই ১৮, ২০০৮ @ ২:৪৬ পুর্বাহ্ন ১৪

anu জুলাই ১৮, ২০০৮ @ ২:৫০ পুর্বাহ্ন ১৪.১

টিনের সেপাই জুলাই ১৮, ২০০৮ @ ৩:০২ পুর্বাহ্ন ১৫

আরিফুর রহমান জুলাই ১৮, ২০০৮ @ ৪:৫৯ পুর্বাহ্ন ১৫.১

এখন বাংলাদেশে ভোর চারটা পাঁচটা.. কোন সরকারী বেকুবের খায়া দায়া কাম নাই এখন রাউটারে কাম করবে।
খানিক আগে আমরা স্পুফ টেস্টের আায়োজন করতাছিলাম। মানে বাংগাল আইপি স্পুফ কইরা দেশের বাইরে থেকে ট্রাই মারা।
যদি সচল নিজেই এই নাটক বানায়া থাকে তবে সচলের মডুরা বর্তমান জামানার বিশাল মিথ্যুক হিসেবে পরিগনিত হইতেও পারে।
তবে তার আগে সচল ওপেন হইছে এই নিউজ ভেরিফাই করা দরকার!
রাশেদ জুলাই ১৮, ২০০৮ @ ৫:০৪ পুর্বাহ্ন ১৫.১.১

আপনি অনলাইনে এই পোস্ট দিলেন কীভাবে! সাবমেরিন ক্যাবল আবার কাটা পড়ছে মনে হয়, ২টা বাজার ৫ মিনিট আগে, এখনো ডাউন!
এসএসএল এর জন্য ওয়ার্নিং আসলে একসেপ্ট করবেন। কাজ না করার কারণ নাই।
এখন ভিস্যাট-এর ব্যাকআপে চলছে... ভাই সচলায়তন সত্যই বিটিসিএল ব্যান করছে (অনলি পোর্ট) কারণ দেখছি ভিজিট করতে পারছি ঠিক মতই... সাবমেরিন আসলে, সন্দ নাই, আবার প্রব্লেম করবে!!
মুশকিল।
আরিফুর রহমান জুলাই ১৮, ২০০৮ @ ৫:০৬ পুর্বাহ্ন ১৫.১.১.১

রাশেদ জুলাই ১৮, ২০০৮ @ ৫:০৭ পুর্বাহ্ন ১৫.১.১.১.১

আরিফুর রহমান জুলাই ১৮, ২০০৮ @ ৫:১১ পুর্বাহ্ন ১৫.১.১.১.১.২

এখন, বিটিএসএল এর সেটাপ কেমন জানি না।
তবে ভিস্যাট চালু হইলে পোর্টব্লক থাকবে না, কথাটা কেমন যানি 'ফার ফেচড' শুনাইতেছে না?
রাশেদ জুলাই ১৮, ২০০৮ @ ৫:১২ পুর্বাহ্ন ১৫.১.১.১.১.২.১


আরিফুর রহমান জুলাই ১৮, ২০০৮ @ ৫:১৫ পুর্বাহ্ন ১৫.১.১.১.১.২.১.১

এখন আমি টেকি না!!
সারা দিন টিটুরাল দিয়া ভরায় কে তাইলে?

(মাইন্ড খাইয়ো না রাশু.. মশকরা!)
রাশেদ জুলাই ১৮, ২০০৮ @ ৫:১৬ পুর্বাহ্ন ১৫.১.১.১.১.২.১.১.১


মুকুল জুলাই ১৮, ২০০৮ @ ৯:৫৫ পুর্বাহ্ন ১৬


খেতাবটার মধ্যে গ্যাংস্টার গ্যাংস্টার ভাব আছে!

নাসরিন সুলতানা জুলাই ১৮, ২০০৮ @ ১১:০৪ পুর্বাহ্ন ১৭

কে কোথায় আছেন হেল্প করেন। নারী জাতির অপমান..
শমশের জুলাই ১৮, ২০০৮ @ ১১:১৪ পুর্বাহ্ন ১৮

লোকালটক জুলাই ১৯, ২০০৮ @ ১:২৩ পুর্বাহ্ন ১৮.১

এটা কি স্বীকার কর্বেন যে, সামহোয়্যার বা আমারব্লগে মেয়েদের অনলাইন নিরাপত্তা এক্টা বড়ো সমস্যা? খোঁচাখুচি বা গালিগালাজও আবার মেয়েরা পছন্দ করে না। সচল ক্লোজড সাইট বলে সেখানে এই সমস্যা নাই। এইজন্য বোধহয় তুলনামূলকভাবে সেখানে মেয়েদের অংশগ্রহণ বেশি। এইটা নিয়া আপনারে একবার আফসোস কর্তে দেখছিলাম।
ডাক্তার আইজুদ্দিন জুলাই ১৯, ২০০৮ @ ১:২৬ পুর্বাহ্ন ১৯

লোকালটক জুলাই ১৯, ২০০৮ @ ১:৩৫ পুর্বাহ্ন ১৯.১

শমশের জুলাই ১৯, ২০০৮ @ ১:৩২ পুর্বাহ্ন ২০

লোকালটক জুলাই ১৯, ২০০৮ @ ১:৩৯ পুর্বাহ্ন ২০.১

এবার আপনারে এক্টা ফালতু প্রশ্ন। সিডনির অপেরায় সন্ধ্যাবাতির লগে যদি এক্টা সন্ধ্যা কাটানোর সুযোগ পান, তারে প্রথমে কী জিগাইবেন?
কেমিকেল আলী জুলাই ১৯, ২০০৮ @ ১:৪৫ পুর্বাহ্ন ২০.১.১

শমশের জুলাই ১৯, ২০০৮ @ ৩:২৫ পুর্বাহ্ন ২১

শমশের জুলাই ১৯, ২০০৮ @ ৪:৩৯ পুর্বাহ্ন ২৩

শমশের জুলাই ১৯, ২০০৮ @ ৪:৫৩ পুর্বাহ্ন ২৬

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ১২:৩৩ পুর্বাহ্ন ৩০

শমশের জুলাই ২২, ২০০৮ @ ১২:৩৯ পুর্বাহ্ন ৩১

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ১২:৪৪ পুর্বাহ্ন ৩১.১

শমশের জুলাই ২২, ২০০৮ @ ১২:৪৮ পুর্বাহ্ন ৩২

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ১২:৫৭ পুর্বাহ্ন ৩২.১

শমশের জুলাই ২২, ২০০৮ @ ১:০২ পুর্বাহ্ন ৩৩

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ১:০৮ পুর্বাহ্ন ৩৩.১

শমশের জুলাই ২২, ২০০৮ @ ১:৪৬ পুর্বাহ্ন ৩৪

উপসংহার হইলো, আরো দশজাগার মত এইখানেও সার্ভাইভাল অব দা ফিটেস্ট। যারা দশ জনের মইধ্যে বল্গার হিসাবে স্ট্যান্ড আউট কর্তাছেন, তাগো ভালো সম্ভাবনা আছে, আর বাকিরা যাস্ট কনজিউমার, সময় আর পয়সা দিয়া বল্গাইতাছেন এই আর কি। কেউ যদি টিকা থাক্তে চায় তাইলে তার উচিত হইবো কোন এক্টা কিছুতে ক্রাউড থিকা আলাদা কিছু করা, কারন বাংলা ব্লগ/সোসাল স্টাফ এখনো ইনফ্যান্সিতে, ইউনিক আপোরচুনিটি
লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ২:১৫ পুর্বাহ্ন ৩৪.১

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ২:০৯ পুর্বাহ্ন ৩৫

এই একটু আগে সামহোয়্যারে কুয়েত থেকে এক ব্লগার ইতালি যাওয়ার ব্যাপারে একটু পরামর্শ চাইছিলেন। সেই পোস্টে একজন মাইনাস দিয়েছেন। বিদ্রুপ করেছেন চারজন । এটা আমার আবেগকে একটু আহত করেছে। এটাই একমাত্র উদাহরণ নয়, প্রায়ই দেখি এরকম। আমার মনে হয়েছে, সবসময় এই যে একটা বিল্টইন নেগেটিভ মনোভাব ক্রমশ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটাকে আপনি কিভাবে দেখেন?
শমশের জুলাই ২২, ২০০৮ @ ২:১৭ পুর্বাহ্ন ৩৬

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ২:২৯ পুর্বাহ্ন ৩৬.১

প্রবাসে নিঃসঙ্গ একটা ছেলে বাংলাব্লগে এসে একটু পরামর্শ একটু সহায়তা পাওয়ার আশায় লিখছে। আপনি তাকে পরামর্শ না দিন, তাকে তো অপমান করতে পারেন না। আপনার কথায় মনে হচ্ছে, মুখোশ পরে না থাকলে বুঝি মানুষ নির্বোধ আচরণই করে! বিল্টইন নেগেটিভ মনোভাব প্রকাশ করে যাওয়ায় কি তাহলে মুখোশহীন মানুষের স্বভাব?
শমশের জুলাই ২২, ২০০৮ @ ২:৩৬ পুর্বাহ্ন ৩৭

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ২:৪৪ পুর্বাহ্ন ৩৭.১

বয়স্ক মেয়েদের প্রতি কি আপনি যৌন আকর্ষণ বোধ করেন?
শমশের জুলাই ২২, ২০০৮ @ ২:৫৪ পুর্বাহ্ন ৩৮

লোকালটক জুলাই ২২, ২০০৮ @ ৩:০৮ পুর্বাহ্ন ৩৯

শমশের জুলাই ২২, ২০০৮ @ ৪:০৪ পুর্বাহ্ন ৪০

১। কম্পিটিশনের রেস ট্র্যাক ভিশন লম্বা, এইটার সম্ভবত কোনো শেষ নাই
২। কম্পিটিশনের হার জিতও খুবই ট্রাঞ্জিয়েন্ট, সে কোনো সময় যে কেউ আগায়া যাইতে পারে
৩। কম্পিটিশনে অল্প কয়েকজন জিতে আর বেশির ভাগ লুক হারে, যেমন ফুটবলের বিশ্বকাপে ৩২ দলের মইধ্যে ১ জন চেম্পিয়ন হয় আর ৩১ জন পরাজিত হয়।
৪। সব যুদ্ধে জিতা যায় না, বেশির ভাগেই জিতা যায় না, না জিতার মতন হইলে আজাইরা যুদ্ধ কইরা লাভ নাই, যত আগে ক্ষান্ত দেওয়া যায় তত লাভ।
৫। খুইজা বাইর করা দরকার কোনটায় জিতা সম্ভব সেইখানে ইনভেস্ট করা দরকার, এবং নিজের উপর বিশ্বাস হারাইতে নাই, যাস্ট ধইরা রাখলে এক সময় রেজাল্ট পাওয়া যায়, এইটাতে দেরি হইতে পারে, ১০ বছর, ২০ বছর লাগতে পারে, বাট নেভার গিভ আপ।
৬। তয় (৫) এর জন্য দরকার নিজের এবিলিটি সমন্ধে খুব ভালো আন্ডারস্টেন্ডিং, মানতে হইবো চাইলে সবকিছু পাওয়া যায় না, যুগ্যতা থাকা দরকার, মানে নেচারাল টেলেন্ট
আমার মায়ের মধ্যে এগুলার ওভাব ছিলো, তার শুধু কম্পিটিটিভ মনোভাব ছিলো, কিন্তুক প্রগ্রেস করতে হইলে কি করা দরকার, কোনটা কোনটা ফিলটার করা দরকার সেইটা উনি কখনও বুজতে পারে নাই, এখনো না মনে হয়। আমি নিজেও ভিষন বুঝদার তাও না। তয় আমার মায়ের বিরোধিতা কর্তে গিয়া উনার ফেইলিউর এনালাইসিস করতে করতে কিছু কিছু বুজতে পারছি, বিশেষ কইরা কোনটা কোনটা বাধাগ্রস্ত করে আর কোনটা হেল্প করে।
ঈর্ষা ইন্সটিঙ্কটিভলি হয়, নিজে না চাইলেও আসে, এগুলা যেহেতু পুরাটা নিয়ন্ত্রনে নাই, চিষ্টা করি সাইজে আনার। তয় ভার্চুয়াল জগতে কারো দিকে কোন ঈর্ষা এখনো টের পাই নাই। এইটার কারন মনে হয় বল্গের কেও ঠিক আমার লগে কোনো কম্পিটিশনে নাই। কে ভালো লেখলো, কে খারাপ লেখলো, আর আমি ক্যামন ল্যাখলাম এইটা নিয়া মাথাবেথা নাই। নিজের ল্যাখাগুলা এল্লিগা কোনো যত্নও করি না। বাস্তব জগতে ওনেকের লগে ডগ ফাইট চলতেছে। একদলরে একটু ঝাইড়া ফেলা গেছে, অন্যদলরে হইয়াও হইতাছে না। এরা গেলে নেক্সট লেভেল নতুন প্রুতিযুগি আছে, অবশ্য এইটা শেষ না হওয়া পর্যন্ত সবই টেন্টেটিভ। তয় এরম কখনও হয় নাই, আমি অমুকের মত হইতে চাই, বাস্তবে আমি কারো মতন হইতে চাই না, আমি আমার মতনই থাক্তে চাই
প্রথম প্রকাশ
0 মন্তব্য