পরিচয় : শেখ হাসিনার ভাই
গোপালগঞ্জ স্টেডিয়াম --- শেখ কামাল স্টেডিয়াম
এসটি খিজির ১ ফেরি --- এসটি শেখ কামাল ফেরি
এসটি খিজির ২ ফেরি --- এসটি শেখ জামাল ফেরি
এসটি খিজির ৩ ফেরি --- এসটি শেখ রাসেল ফেরি
দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র --- শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র
পরিচয় : শেখ হাসিনার মা
বিবি আয়শা (রা.) মহিলা প্রশিক্ষণ একাডেমি --- শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি (শেখ হাসিনার মা)
পরিচয় : শেখ হাসিনার ভাইয়ের বউ
ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স --- সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স
পরিচয় : নিষ্প্রয়োজন
জাতীয় যুবকেন্দ্র --- শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র
পরিচয় : শেখ হাসিনার চাচা-মামা-ফুপা, মামাতো-ফুপাতো ভাই, ভাইপো
বরিশাল বিভাগীয় স্টেডিয়াম --- আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম
খুলনা বিভাগীয় স্টেডিয়াম --- শেখ আবু নাছের বিভাগীয় স্টেডিয়াম
এসটি খিজির ৪ ফেরি --- এসটি শহীদ সুকান্ত বাবু ফেরি (আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে)
কাজী মোতাহার হোসেন স্মৃতি মিলনায়তন --- গোপালগঞ্জ শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তন
পরিচয় : আওয়ামী লীগ নেতা
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়াম --- জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম (আওয়ামী লীগ নেতা)
রাজশাহী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিভাগীয় স্টেডিয়াম --- এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম (আওয়ামী লীগ নেতা)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর --- এমএ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর
পরিচয় : ???
ভাষা শহীদ সালাম স্টেডিয়াম - ফেনী স্টেডিয়াম
যাদের নাম বাদ পড়ায় আমরা প্রজাবৃন্দ যারপরনাই উদ্বিগ্ন ও ক্ষুব্ধ
১. সজীব ওয়াজেদ জয় (শেখ হাসিনার পুত্র)
২. সায়মা ওয়াজেদ পুতুল (শেখ হাসিনার কন্যা)
৩. খন্দকার মোশাররফ হেসেন (শেখ হাসিনার বেয়াই)
৪. শেখ ফজলুল করিম সেলিম (শেখ হাসিনার ফুফাতো ভাই)
৫. খন্দকার মাশরুর হোসেন (শেখ হাসিনার জামাতা)
৬. শেখ রেহানা (শেখ হাসিনার বোন)
৭. শেখ হেলাল (শেখ হাসিনার চাচাতো ভাই)
তাছাড়া বঙ্গবন্ধুর রাঁধুনি, বঙ্গবন্ধুর নাপিত, বঙ্গবন্ধুর ছাতা বহনকারী - এরাই বা নামকরণ থেকে বাদ যাবেন কোন্ যুক্তিতে? তারাও তো ইতিহাসের অংশ!
নোট
ভাসানী নভোথিয়েটার ইতিমধ্যে বঙ্গবন্ধু নভোথিয়েটার হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আর কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্কের নতুন নাম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্র। এগুলো নিয়ে বিতর্ক হয় না। বাংলাদেশের অভ্যূদয়ে শেখ মুজিবের অবদান অবিস্মরণীয়। সুতরাং এসব তাঁর প্রাপ্যই।
আপডেট
গত শনিবার জাতীয় জাদুঘরের এক সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে একটি গ্যালারি তৈরির প্রস্তাব করা হয়েছে। অবশ্য তত্ত্বাবধায়করা সাহস করে এতে সম্মতি দেননি। তবে স্তাবকরা যেহেতু সক্রিয়, সুতরাং হাসিনার নামেও জাতীয় জাদুঘরে গ্যালারি তৈরি হয়ে যাবে বলে আমরা আন্তরিকভাবে আশা করছি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, আওয়ামী লীগ, awami league, sheikh hasina, sajib wajed joy, sayema wajed putul, sheikh rehana ;
প্রথম প্রকাশ
0 মন্তব্য