দেড়মাসে দেখে ফেললাম অর্ধশত ছবি

ঢাকার বাজারে এখন একটি ডিভিডিতে সর্বোচ্চ ছয়টি ছবি একসঙ্গে পাওয়া যায়। পরিচিত এক প্রতিষ্ঠান থেকে পাইকারি দরে কিনি। এভাবে গত দেড় মাসে লোডশেডিংয়ের ফাঁকে ফাঁকেই অর্ধশত ছবি দেখে ফেললাম। বলাবাহূল্য, ছবিগুলোর প্রায় কোনোটিই 'উঁচুমানের' ছবি নয়। তারপরও শেয়ার করছি সহ-ব্লগারদের সঙ্গে। রেটিংও দিলাম কোনো কোনোটির পাশে।

পুরনো তারকাদের পতন
আর্নল্ড শোয়ার্জেনেগারের পুরনো কয়েকটি ছবি আবার দেখলাম। একসময়ের এই প্রিয় অভিনেতার সবকটি ছবিই এই দফায় খুব বিরক্তিকর লাগল। স্প্যানিশ অভিনেতা অ্যান্টনিও ব্যানডেরাসের তিনটি ছবি দেখলাম। সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে করা তার "অ্যাসাসিনস" একসময় ভীষণ ভালো লেগেছিল। পুনর্বার দেখে বেশ বাজে অনুভূতি হল। সিলভেস্টার স্ট্যালোনের রেম্বোর সবকটি পর্বও আবার দেখলাম। আর্নল্ডের মতো অতোটা না, তবে বুঝলাম, আগের মতো ঠিক টানছে না ছবিগুলো। বেলজিয়ান অভিনেতা জাঁ ক্লদ ভ্যান ড্যামেরও চারটি ছবি দেখলাম এবার। সেই একই অবস্থা। কিছুকাল আগেও খুবই ভালো লাগতো বেলজিয়ান এই অভিনেতাকে। এখন আর টানে না তার ছবিগুলো। সবমিলিয়ে ভালোই বুঝতে পারছি, বয়স থেমে নেই!

বিষয় : নাইন ইলেভেন
ইউনাইটেড নাইনটি থ্রি ****
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার - নিকোলাস কেইজ অভিনীত *****

দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দ্য পিয়ানিস্ট - রোমান পোলানস্কি *****
সেভিং প্রাইভেট রায়ান *****
বাহাইন্ড এনিমি লাইনস ১ ও ২ *****
দ্য লাস্ট ড্রপ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ ***
উইন্ডটকার্স - নিকোলাস কেইজ অভিনীত ****
প্লাটুন *****
ডিইআর ক্লাউন *
হার্ট'স ওয়ার - ব্রুস উইলিস ও কলিন ফ্যারেল অভিনীত ****
টিয়ার্স অফ দ্য সান - ব্রুস উইলিস অভিনীত ****
সেইন্ট এন্ড সোলজারস *****
গ্রেট রেইড ****
পার্ল হারবার ****
ব্ল্যাক হক ডাউন ***
এনিমি এট দ্য গেইটস
ফ্ল্যাগস অফ আওয়ার ফাদার্স - ক্লিন্ট ইস্টউড ***
থিন রেড লাইন ***

ভিয়েতনাম যুদ্ধ
১৯৬৮ : টানেল রেটস *****
রেসকিউ ডন ****

ডকুমেন্টারি
ফারেনহাইট নাইন ইলেভেন - মাইকেল মুরের ডকুমেন্টারি *****
নাইন ইলেভেন ইন প্লেইন সাইট : দ্য ডিরেক্টরস কাট- এই ডকুতে নাইন-ইলেভেনের বহু ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। *****
টার্গেটেড ওসামা বিন লাদেন - দ্য হিস্ট্রি চ্যানেলের ডকুমেন্টারি ***
এলিয়েন প্ল্যানেট - ডিসকভারি ***
সুনামি দ্য আফটারম্যাথ *****

হিন্দি
মুস্তাফা - নানা পাটেকর *
অপহরণ - নানা পাটেকর *

অন্যান্য
বিউফোর্ট - ইজরায়েলি ছবি ***
রেম্বো ১, ২, ৩ ও ৪ - সিলভেস্টার স্টালোন অভিনীত ***
জাঁ ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সেকেন্ড কমান্ড, অর্ডার, নক অফ, ডাবল ইমপ্যাক্ট *

দেখার অপেক্ষায়
দ্বিতীয়বারের মতো দ্য গডফাদার (তিন পর্ব)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিবিসির ১২টি ডকুমেন্টারি
টিভি ধারাবাহিক দৈনিক তোলপাড়ের কয়েকটি পর্ব

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ৯/১১দ্বিতীয় বিশ্বযুদ্ধভিয়েতনাম যুদ্ধডকুমেন্টারিহিন্দিmovie9/11second world warvietnam wardocumentaryhindi ;

প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply