আওয়ামী লীগ সরকারের গত দফায়, ২০০১ সালে, ঠিক এইরকম একটি আইন করা হয়েছিল। তখন শেখ হাসিনা নিজের জন্য গণভবনটি নিয়েছিলেন আর ছোট বোন শেখ রেহানা ধানমন্ডিতে বাড়ি বরাদ্দ পেয়েছিলেন। এই ধরনের মহতী উদ্যোগ নিয়েও আওয়ামী লীগ সেবার ভোট পায়নি। সামনের বার পাবে নিশ্চয়ই! প্রজা হিসেবে আমার নিজেরও খুউব আনন্দ লাগছে।
ধাতব মুদ্রায় ভক্তি-শ্রদ্ধা টিকিয়ে রাখার পদ্ধতি
সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত যতো নোট আছে, ২০১০ সালের মধ্যে তার সবগুলোতেই বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত হবে। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধুর পূণ্য প্রতিকৃতি সম্বলিত ১ টাকার ও ২ টাকার নোট এবং ধাতব মুদ্রা তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে অচিরেই। ধাতব মুদ্রা যেহেতু বেশি দিন টেকে, ফলে মুজিবের ওপর জনগণের ভক্তি-শ্রদ্ধাও আশা করি বেশি দিন টিকবে। খুবই ক্রিয়েটিভ আইডিয়া- এতে কোনো সন্দেহ নেই! আমি মুগ্ধ রীতিমতো।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ছবি বড়ো আকারে দেখতে চাইলে Click This Link
ধাতব মুদ্রায় ভক্তি-শ্রদ্ধা টিকিয়ে রাখার পদ্ধতি
সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত যতো নোট আছে, ২০১০ সালের মধ্যে তার সবগুলোতেই বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত হবে। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধুর পূণ্য প্রতিকৃতি সম্বলিত ১ টাকার ও ২ টাকার নোট এবং ধাতব মুদ্রা তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে অচিরেই। ধাতব মুদ্রা যেহেতু বেশি দিন টেকে, ফলে মুজিবের ওপর জনগণের ভক্তি-শ্রদ্ধাও আশা করি বেশি দিন টিকবে। খুবই ক্রিয়েটিভ আইডিয়া- এতে কোনো সন্দেহ নেই! আমি মুগ্ধ রীতিমতো।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ছবি বড়ো আকারে দেখতে চাইলে Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল, এসএসএফ, শেখ মুজিব, আওয়ামী লীগ, sheikh mujib, awami league, sheikh hasina, special security force, ssf, putul ;
প্রথম প্রকাশ
0 মন্তব্য