ক্রিয়েটিভ ধাতব মুদ্রা এবং পুতুলের বাচ্চাকাচ্চার আনন্দময় একটি দিন

সায়মা ওয়াজেদ পুতুলের বাচ্চাকাচ্চা বড়ো হয়েছে কিনা জানি না। তবে তাদের জন্য গত সোমবার চরম আনন্দের একটি দিন ছিল নিশ্চয়ই। জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে তারা এখন থেকে আজীবন বাড়ি-গাড়ি-এসএসএফের পাহারা পাবে রাষ্ট্রীয়ভাবে। জাতির পিতার নাতির সন্তান বলে কথা! গত সোমবার নতুন আইন হয়েছে এই মর্মে- এখন থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা সুরক্ষিত ও নিরাপদ আবাসন সুবিধাসহ সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন। জাতির পিতার পরিবারের সদস্য মানে, কারা কারা? নিচের দিকে কতদূর যেতে পারে? ভাইপো-ভাগ্নে লেভেল পর্যন্ত যাবে কিনা- এ নিয়ে স্বাভাবিকভাবেই আমরা প্রজারা একটু উদ্বিগ্ন। কারণ জাতির পিতার পরিবারের নিরাপত্তাই আমাদের দেশের সবচেয়ে বড়ো সমস্যা। অবশ্য আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতির পিতার পরিবারের সদস্য কারা, সেটা পরে 'সুযোগমতো' সংজ্ঞায়িত করা হবে।
আওয়ামী লীগ সরকারের গত দফায়, ২০০১ সালে, ঠিক এইরকম একটি আইন করা হয়েছিল। তখন শেখ হাসিনা নিজের জন্য গণভবনটি নিয়েছিলেন আর ছোট বোন শেখ রেহানা ধানমন্ডিতে বাড়ি বরাদ্দ পেয়েছিলেন। এই ধরনের মহতী উদ্যোগ নিয়েও আওয়ামী লীগ সেবার ভোট পায়নি। সামনের বার পাবে নিশ্চয়ই! প্রজা হিসেবে আমার নিজেরও খুউব আনন্দ লাগছে।

ধাতব মুদ্রায় ভক্তি-শ্রদ্ধা টিকিয়ে রাখার পদ্ধতি
সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত যতো নোট আছে, ২০১০ সালের মধ্যে তার সবগুলোতেই বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত হবে। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধুর পূণ্য প্রতিকৃতি সম্বলিত ১ টাকার ও ২ টাকার নোট এবং ধাতব মুদ্রা তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে অচিরেই। ধাতব মুদ্রা যেহেতু বেশি দিন টেকে, ফলে মুজিবের ওপর জনগণের ভক্তি-শ্রদ্ধাও আশা করি বেশি দিন টিকবে। খুবই ক্রিয়েটিভ আইডিয়া- এতে কোনো সন্দেহ নেই! আমি মুগ্ধ রীতিমতো।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ছবি বড়ো আকারে দেখতে চাইলে Click This Link

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শেখ হাসিনাশেখ রেহানাপুতুলএসএসএফশেখ মুজিবআওয়ামী লীগsheikh mujibawami leaguesheikh hasinaspecial security forcessfputul ;

প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply