ইয়া পরওয়ারদিগার, আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ব্রি. জে. (অব.) মোহাম্মদ এনামুল হক বলেছেন, পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের পরিকল্পনাকে নস্যাৎ এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের অপতৎপরতা চলছে।
যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে, সুতরাং খেলা কথা না। ইতিমধ্যে অনেক পত্রিকা বলতে শুরু করেছে, "ঘুষ নেয়ার অভিযোগকারী আবু সিদ্দিকী পেট্রোবাংলার কর্মকর্তা বা কর্মচারী নন।" না হলেই বা কী? অভিযোগ হল অভিযোগ! মানুষ খুঁজে কী লাভ? সেইটাতে কেউ নেই। বরং এরই মধ্যে পেট্রোবাংলার লেটারহেড প্যাড অফিসের বাইরের কেউ কীভাবে ব্যবহার করল, মন্ত্রণালয়ের ধামাধরাগুলো সেটা অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে।
জ্বালানি উপদেষ্টা ও পেট্রোবাংলার চেয়ারম্যান দুজনই এখন লন্ডনে। ইতিমধ্যে তারা "আওয়ামী লীগের ডিজিটাল সরকারকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র" শীর্ষক নাটকের খসড়া তৈরি শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। জয়ের আবার এইদিকে প্রতিভা থাকার কথা নয়, প্রবাসী তো! তিনি কিভাবে সামাল দিচ্ছেন, সেদিকে খুউব কৌতূহল নিয়ে তাকিয়ে আছি।
আমাদের সময়ের রিপোর্টটি পড়তে পারেন এইখানে
0 মন্তব্য