গতকাল বিজয় দিবসে ঘুরতে বেরিয়েছিলাম। ক্যামেরাটা সঙ্গেই ছিল। সবখানেই  প্রাণোচ্ছল পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল। হঠাৎ ম্যাঁ ম্যাঁ শব্দ শুনে  পিছন ফিরে তাকাই। দেখি মিছিলের মতো কিছু একটা সামনে এগিয়ে যাচ্ছে।  সুশৃঙ্খল, সংঘবদ্ধ মিছিল। ক্যামেরা হাতে তুলে নিতে দেরি হয় না। টকাস টকাস!  তুলে নিলাম কয়েকটা স্ন্যাপ। আজ থাকলো তারই একটি। ছবি বড়ো আকারে দেখতে চাইলে এখানে ক্লিক করুন    
প্রথম প্রকাশ


0 মন্তব্য