দুঃখজনকভাবে প্রথম আলো লিখছে, "এই খবর সংগ্রহ করতে গেলে নাকি প্রথম আলোর দুই সাংবাদিক রাশেদ মাহমুদ ও প্রণব বলকে সন্ত্রাসীরা লাঞ্ছিত করে। তারা ফটো সাংবাদিক রাশেদ মাহমুদের ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় সেখানে উপস্থিত পুলিশও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে।" প্রথম আলোর কাণ্ডজ্ঞান দেখে গা জ্বালা করছে। কতো বড়ো বেয়াদব ও অপরিণামদর্শী সাংবাদিক, চিন্তা করছি! তোমাদের জানা উচিত ছিল ওটা সাংসদের ছেলের কাজ, হেঁজিপেজি লোকের কাজ না। কেন তোমরা নিউজ সংগ্রহ করতে গেলে? তার ওপর আবার ছবিও তোলার শখ ব্যাটাদের । বলি, তোমাদের কাণ্ডজ্ঞান কি হবে না কোনোদিন?
নামাজের আগে যেমন অজু করে পাকপবিত্র হতে হয়, তেমনি কোথাও যাওয়ার আগে ৫ বছর মেয়াদী এই প্রশ্নগুলো সম্পর্কে খোঁজখবর নেবে-
প্রশ্ন ১ : উক্ত স্থান/জমি/কলকারখানা/স্থাপনা/পাহাড়/রাস্তাঘাট/টেন্ডারের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কি?
উত্তর : ক. হ্যাঁ। খ. না।
প্রশ্ন ২ : সম্পর্ক যদি থেকে, তারা কোন্ স্তরের?
উত্তর : ক. সাংসদ। খ. সাংসদের পুত্র। গ. সাংসদের শ্যালক। ঘ. ছাত্রলীগের নেতা বা কর্মী
সবগুলো প্রশ্নের উত্তর 'হ্যাঁ' হলে চুপচাপ ঘরে বসে থাকো!
0 মন্তব্য