বাংলা ব্লগভিত্তিক ইমেইল দস্যুতা : সংঘবদ্ধ চক্র থেকে সতর্ক থাকুন

চার দিন আগে, ২৪ জানুয়ারি কৌশিকের এক উদ্বেগমাখা মেইল পেলাম- 'আপনি কি আমার ব্লগের পাসওয়ার্ড চেয়েছেন?' হতবাক আমি কী বলবো ভেবে পাই না। কৌশিকের ব্লগের পাসওয়ার্ড দিয়ে আমি কী করবো? তাছাড়া পাসওয়ার্ড চাওয়ার মতো আজগুবি অনুরোধ করার লোক আমি নই। হাসবো কি কাঁদবো কূল পাই না। কৌশিকের ফরওয়ার্ড করা মেইলে দেখি, ঠিক এইরকম করে লেখা- 'Boss, apnar swi blog ar password ta den. ekta darun idea asche mathay. post debo apna id te.' নিচে 'লোকালটক' লেখা ছোট্ট সিগনেচার। প্রথম দর্শনে যে কারোরই ধারণা হওয়া স্বাভাবিক যে, ওটা আমারই মেইল। পরে কৌশিকই আবিষ্কার করলেন, মেইলটাতে আমার আইডি শো করলেও সেটা ছিল নামের ঘরে, আর ইমেইল এড্রেস ছিলো ES1264250301@replies.hoaxmail.co.uk. এবং সেটা ইউকে থেকে পাঠানো মেইল। খুব খেয়াল করে দেখলাম, কৌশিকের সঙ্গে মেইলে সাধারণত যেরকম ভাষা ব্যবহার করি, ওই মেইলটার ভাষাও প্রায় ওরকমই। এতে এটাও নিশ্চিত হলাম, মেইলটি যে বা যারা পাঠিয়েছে, তারা আমার এবং কৌশিকের আচরণের দিকে লক্ষ্য রাখছে নিবিড়ভাবে। যেন আমরা দাগী অপরাধী!

২.
দ্বিতীয় মেইলটি মিনিটকয়েক আগে। সেই পরিচিত ফরম্যাট। এবার সামহোয়্যারইনের আরিল্ড ক্লকারহগের নামে পাঠানো মেইল। সেখানে লেখা-
Dear Bloggers, I think you are aware of the declaration of some other day than swi for Bangla Blog Day. We are planning to dismiss their plan.
Please let us know you plan how can we dismiss the plan of some other blog on 1st February.
Regards
Arild

আরিলের নামে ব্লগে নানা অপবাদ-অভিযোগ থাকতে পারে, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে বলতে পারি, আরিল কখনো এরকম ইমেইল পাঠাতেই পারেন না। জিমেইলের শো অরিজিনালে গিয়ে দেখি- Received: from www-data by c.sparkleshosting.co.uk with local (Exim 4.69). মেইলের সিসি ফিল্ডে দেখছি চারটি মাত্র নাম- লোকালটক, কৌশিক, বিডি আইডলমনজুরুল হক।

৩.
ইমেইল দস্যুতা নতুন কোনো বিষয় নয়। সেদিকটা মনে রেখে শুধু এটকু বলি, ব্লগে এমন কী অপরাধ আমার, যার জন্য দিনের পর দিন সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে আমাকে? সামহোয়্যারকেই বা কেন নোংরা আক্রমণের শিকার হতে হবে? কিংবা অন্য ব্লগারদের?

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): e-mail fraudemail fraudhackhackinghackercyber securitycomputerdefacehackersbanglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblog ;

প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

1 মন্তব্য

  1. Karon Prothom alo er moto Indian dalal group er chamchami korar jonno

Leave a Reply