----
টেকটিউনস : পরিচ্ছন্ন ব্লগ
টেকটিউনস সম্ভবত বাংলা ভাষায় ইউনিকোডভিত্তিক প্রথম প্রযুক্তি ব্লগিং প্ল্যাটফর্ম। প্রধানত কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক ব্লগ লেখা হয় সেখানে। পরিচ্ছন্ন প্রযুক্তি ব্লগ হিসেবে এটি ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছে। প্রতিদিনই প্রচুর পোস্ট লেখা হচ্ছে সেখানে, মন্তব্যের সংখ্যাও প্রচুর - এই সপ্রাণ দিকটি শুরুতেই দৃষ্টি কাড়ে। বাংলাব্লগগুলোতে সামহোয়্যারকেন্দ্রিক ব্লগারদের যে দ্বৈত উপস্থিতি আমরা সচরাচর দেখি, তার মধ্যে সচলায়তন ছাড়া টেকটিউনসই দ্বিতীয় ব্যতিক্রম, যেখানে সামহোয়্যারের ছায়া তেমন একটা নেই। টেকটিউনসের নিজেরই একটি ব্লগার-ভিত্তি দাঁড়িয়ে গেছে বলে আমার মনে হয়েছে। টেকটিউনসে ব্লগারদের বলা হয় টেকটিউনার আর টিউনারদের ব্লগগুলোকে বলা হয় টিউন।
টেকটিউনসের দ্বিতীয় ভার্সন উন্মুক্ত হয় চলতি বছরের ৭ আগস্ট। যে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন আমারব্লগে ম্যাড়মেড়ে রূপ নিয়েছিল, সেই একই জিনিস টেকটিউনসে এসে হয়ে উঠেছে ব্যবহারবান্ধব। টেকটিউনসের মূল পরিবর্তনগুলো হয় মূলত বছরের দ্বিতীয়ার্ধে। ৩ নভেম্বর যুক্ত হয় বাংলায় মাইক্রো ব্লগিং আর স্ট্যাটাস আপডেট ফিচার। আগে হোমপেইজ বারবার ম্যানুয়ালি পেইজ রিফ্রেশ করে দেখতে হতো। ৪ ডিসেম্বর হোম পেইজে ৫ মিনিট পর পর অটো রিফ্রেশ যুক্ত করা হয়। তবে নানা সুবিধার পরও বিজয় কি-বোর্ডের অভাব বোধ করেছে ইউজাররা।
টেকটিউনসের নীতিমালা মোটামুটি নমনীয়। ব্লগারদের জন্য তারা কিছু বিশেষ অধিকারও ঘোষণা করেছে একই সঙ্গে। তবে এরপরও অন্যান্য বাংলা ব্লগের মতো টেকটিউনসও হানাহানি-বিবাদ থেকে মুক্ত থাকতে পারেনি। মডারেটরদের বিরুদ্ধে যেমন নানান অজুহাতে পোস্ট বা মন্তব্য মুছে দেওয়ার অভিযোগ রয়েছে, ব্লগারদের বিরুদ্ধেও আবার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে, বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধ থেকে। এর জের অনেকে আবার ব্লগ ছেড়ে গেছেন। একইসঙ্গে অনেকে আবার নতুন করে ব্লগে যুক্ত হয়েছেন। কর্তৃপক্ষকে অবশ্য সমস্যা সমাধানে মোটামুটি সচেষ্ট থাকতে দেখা গেছে।
বছরের শেষদিকে ব্লগটি আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। ১১ ডিসেম্বর ঢাকায় শুধুমাত্র আমন্ত্রিত ব্লগারদের অংশগ্রহণে টেকটিউনসের প্রথম টিউনার বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে সেখানে নিয়মিত জরিপও পরিচালিত হচ্ছে।
মুক্তাঙ্গন - নির্মাণ ব্লগ : সচলায়তনের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী?
সাহিত্য-সংস্কৃতিবিষয়ক অনলাইন পত্রিকা নির্মাণের (http://www.nirmaaan.com) ব্লগিং প্লাটফর্ম মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ। ২০০৮ সালের ২৭ মে এর যাত্রা শুরু। মু্ক্তাঙ্গনের পরিচালন নীতি অনেকটা সচলায়তনের মতোই। প্রথমত এবং প্রধানত ব্লগ এডমিনের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ এবং তা গ্রহণ করার মাধ্যমে কন্ট্রিবিউটর পর্যায়ের ব্যবহারকারী হওয়া যায়, যারা পোস্ট লিখতে পারবেন। দ্বিতীয়ত সাবস্ক্রাইবার একাউন্টকে কন্ট্রিবিউটর একাউন্টে উন্নীতকরণের মাধ্যমেও পোস্ট লেখার অধিকারসম্পন্ন ব্যবহারকারী হওয়া যায়। এর ওয়ার্ডপ্রেসনির্ভর ডিজাইনও খুবই সাদামাটা। বাংলা ব্লগে ঘোষণাপত্র রাখা হয়েছে ইংরেজি ভাষায়।
মুক্তাঙ্গন কর্তৃপক্ষ অবশ্য তাদের ব্লগকে সিরিয়াস আলোচনার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান। তাদের মডারেটরদের তরফে একাধিকবার জানা গেছে, মুক্তাঙ্গন যা-তা লেখার জায়গা নয়। তবে তারা একে 'যাঁতাকলের' অভিধা দিতেও নারাজ। একাধিক ব্লগার বছরের বিভিন্ন সময়ে মুক্তাঙ্গন ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভার্চুয়াল ফ্যাসিজম কায়েমের অভিযোগ আনেন। এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্যও স্পষ্ট মনে হয়নি। তবে মূলত বাদ-বিবাদের জের ধরে বছরের শেষদিকে মডারেশন নীতিমালা প্রণয়ন করে ব্লগটি। ডিসেম্বরের মাঝামাঝিতে বাংলা ব্লগের ভূমিকা নিয়ে কৌতূহলোদ্দীপক আলোচনার সূত্রপাত করে ব্লগটি। প্রসবকালের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে সচলায়তনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মুক্তাঙ্গন ব্লগের।
গ্লোবাল ভয়েস অনলাইন : ব্যতিক্রমী উদ্যোগ
গ্লোবাল ভয়েস অনলাইন হার্ভার্ড ল স্কুলের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটিতে (সমাজে ইন্টারনেটের প্রভাব সম্পর্কে একটি গবেষণা প্রতিষ্ঠান) প্রতিষ্ঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক সিটিজেন মিডিয়া প্রকল্প। গ্লোবাল ভয়েসেসের বাংলা সংস্করণের প্রকাশ এরই একটি অংশ। এতে নিয়মিতভাবেই বিশ্বের উল্লেখযোগ্য নানা ঘটনা ও বিষয়বস্তু অনুবাদ করে বাংলাভাষাভাষী পাঠকের সামনে তুলে ধরা হচ্ছে। চলতি বছর নির্বাচন নিয়ে মাইক্রোব্লগিং, ব্লগারদের বই নিয়েও আলোচনা দেখা গেছে এতে। সেখানে অঞ্চল, দেশ ও বিষয়ভিত্তিতে আর্কাইভ আছে, মাস অনুসারেও লেখা খুঁজে নেওয়া যায়। গ্লোবাল ভয়েসেসের নিয়মিত অনুবাদকদের মধ্যে শীর্ষ তিনজনই সামহোয়্যারইন...ব্লগের নিয়মিত ব্লগার - রেজওয়ান, কৌশিক আহমেদ এবং মামুন ম. আজিজ। স্বেচ্ছাসেবী অনুবাদক হিসেবে যে কেউ গ্লোবাল ভয়েসেসের সঙ্গে যুক্ত হতে পারেন।
এভারগ্রিন বাংলা ব্লগ : আলো থেকে দূরে
এভারগ্রিন বাংলা ব্লগের পুরনো ব্লগ হলেও চলতি বছরের দ্বিতীয়ার্ধে তারা নতুন রূপে হাজির হয়। তুলনামূলক পরিচ্ছন্ন এই ব্লগটি কোনো এক অজানা কারণে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকে গেছে। ওয়ার্ডপ্রেসভিত্তিক ব্লগটি নতুন ভার্সন প্রকাশকালে একটি নীতিমালাও প্রণয়ন করে।
বিডিনিউজ ব্লগ : অসফল উদ্যোগ
পাঠকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনলাইন দৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চালু করে বাংলাব্লগ। এর সর্বশেষ পোস্টটি প্রকাশিত হয় চলতি বছরের জুনে। বিডিনিউজ তাদের হোমপেজে ব্লগটির লিংক রাখলেও পোস্টের স্বল্পতা এবং ইউজারদের নিষ্ক্রিয়তা দেখে বোঝা যায়, ব্লগটির সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।
নগরবালক : স্কুলপড়ুয়াদের অগ্রযাত্রা
নগরবালক ব্লগটির তত্ত্বাবধান করে স্কুলপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী। ব্লগারদের বড়ো অংশই স্কুল শিক্ষার্থীরা। তবে বড়োদের অংশগ্রহণও দেখা গেছে মাঝে মাঝে। ব্লগটি বিজ্ঞান মেলায় পুরস্কৃত হওয়া ছাড়াও বছরের শেষদিকে ব্লগটি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান প্রচারিত হয় রেডিও এবিসিতে। ২০০৮ সালের শেষদিকে ব্লগটি একদফা হ্যাকিংয়ের শিকার হয়।
না বলা কথা : অবলা ব্লগ!
বছরখানেক আগে যাত্রা শুরু হয় মানবাধিকারবিষয়ক সাইট দৃষ্টিপাতের বাংলা ব্লগ না বলা কথার। দৃষ্টিপাতের ইংরেজি ব্লগ Unheard Voices-এর জনপ্রিয়তার কারণে তাদের বাংলা ব্লগ নিয়েও অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। এ পর্যন্ত 'না বলা কথায়' যতো লেখা এসেছে, তার প্রায় সবকটি লেখাই পুনঃপ্রকাশ - যা আগে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাও গত একবছরে লেখা এসেছে একটিই- গত ফেব্রুয়ারির ঘটনা! মূলত দেশের উন্নয়ন, তরুণ প্রজন্মের চিন্তাধারা তুলে ধরার লক্ষ্য নিয়ে ব্লগটির যাত্রা শুরু হলেও এখন উল্টো কর্তৃপক্ষের লক্ষ্য নিয়েই সংশয়ের সৃষ্টি হয়েছে।
গপসপ : নিরব মৃত্যু
হাসিন ও অমি আজাদের উদ্যোগে ২০০৮ সালের মার্চে গপসপ নামের একটি ব্লগ চালুর উদ্যোগ নেওয়া হয়। এর একটি বেটা ভার্সনওও উন্মুক্ত করা হয়। তাতে ডিজাইন ও কিছু কিছু ফিচার ব্যতিক্রমী মনে হয়েছিল। তবে চলতি বছর নিরবেই ব্লগটির মৃত্যু ঘটে।
ফিরে দেখা ২০০৯
১. বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২. একবছরে সচলায়তন ব্লগের অর্জন অনেক, ব্যর্থতাও কম নয়
৩. প্রথম আলো ব্লগে বছরজুড়ে নানা আয়োজনের পরও মন্দাবস্থা কাটেনি
৪. বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ
টেকটিউনস : পরিচ্ছন্ন ব্লগ
টেকটিউনস সম্ভবত বাংলা ভাষায় ইউনিকোডভিত্তিক প্রথম প্রযুক্তি ব্লগিং প্ল্যাটফর্ম। প্রধানত কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক ব্লগ লেখা হয় সেখানে। পরিচ্ছন্ন প্রযুক্তি ব্লগ হিসেবে এটি ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছে। প্রতিদিনই প্রচুর পোস্ট লেখা হচ্ছে সেখানে, মন্তব্যের সংখ্যাও প্রচুর - এই সপ্রাণ দিকটি শুরুতেই দৃষ্টি কাড়ে। বাংলাব্লগগুলোতে সামহোয়্যারকেন্দ্রিক ব্লগারদের যে দ্বৈত উপস্থিতি আমরা সচরাচর দেখি, তার মধ্যে সচলায়তন ছাড়া টেকটিউনসই দ্বিতীয় ব্যতিক্রম, যেখানে সামহোয়্যারের ছায়া তেমন একটা নেই। টেকটিউনসের নিজেরই একটি ব্লগার-ভিত্তি দাঁড়িয়ে গেছে বলে আমার মনে হয়েছে। টেকটিউনসে ব্লগারদের বলা হয় টেকটিউনার আর টিউনারদের ব্লগগুলোকে বলা হয় টিউন।
টেকটিউনসের দ্বিতীয় ভার্সন উন্মুক্ত হয় চলতি বছরের ৭ আগস্ট। যে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন আমারব্লগে ম্যাড়মেড়ে রূপ নিয়েছিল, সেই একই জিনিস টেকটিউনসে এসে হয়ে উঠেছে ব্যবহারবান্ধব। টেকটিউনসের মূল পরিবর্তনগুলো হয় মূলত বছরের দ্বিতীয়ার্ধে। ৩ নভেম্বর যুক্ত হয় বাংলায় মাইক্রো ব্লগিং আর স্ট্যাটাস আপডেট ফিচার। আগে হোমপেইজ বারবার ম্যানুয়ালি পেইজ রিফ্রেশ করে দেখতে হতো। ৪ ডিসেম্বর হোম পেইজে ৫ মিনিট পর পর অটো রিফ্রেশ যুক্ত করা হয়। তবে নানা সুবিধার পরও বিজয় কি-বোর্ডের অভাব বোধ করেছে ইউজাররা।
টেকটিউনসের নীতিমালা মোটামুটি নমনীয়। ব্লগারদের জন্য তারা কিছু বিশেষ অধিকারও ঘোষণা করেছে একই সঙ্গে। তবে এরপরও অন্যান্য বাংলা ব্লগের মতো টেকটিউনসও হানাহানি-বিবাদ থেকে মুক্ত থাকতে পারেনি। মডারেটরদের বিরুদ্ধে যেমন নানান অজুহাতে পোস্ট বা মন্তব্য মুছে দেওয়ার অভিযোগ রয়েছে, ব্লগারদের বিরুদ্ধেও আবার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে, বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধ থেকে। এর জের অনেকে আবার ব্লগ ছেড়ে গেছেন। একইসঙ্গে অনেকে আবার নতুন করে ব্লগে যুক্ত হয়েছেন। কর্তৃপক্ষকে অবশ্য সমস্যা সমাধানে মোটামুটি সচেষ্ট থাকতে দেখা গেছে।
বছরের শেষদিকে ব্লগটি আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। ১১ ডিসেম্বর ঢাকায় শুধুমাত্র আমন্ত্রিত ব্লগারদের অংশগ্রহণে টেকটিউনসের প্রথম টিউনার বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে সেখানে নিয়মিত জরিপও পরিচালিত হচ্ছে।
মুক্তাঙ্গন - নির্মাণ ব্লগ : সচলায়তনের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী?
সাহিত্য-সংস্কৃতিবিষয়ক অনলাইন পত্রিকা নির্মাণের (http://www.nirmaaan.com) ব্লগিং প্লাটফর্ম মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ। ২০০৮ সালের ২৭ মে এর যাত্রা শুরু। মু্ক্তাঙ্গনের পরিচালন নীতি অনেকটা সচলায়তনের মতোই। প্রথমত এবং প্রধানত ব্লগ এডমিনের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ এবং তা গ্রহণ করার মাধ্যমে কন্ট্রিবিউটর পর্যায়ের ব্যবহারকারী হওয়া যায়, যারা পোস্ট লিখতে পারবেন। দ্বিতীয়ত সাবস্ক্রাইবার একাউন্টকে কন্ট্রিবিউটর একাউন্টে উন্নীতকরণের মাধ্যমেও পোস্ট লেখার অধিকারসম্পন্ন ব্যবহারকারী হওয়া যায়। এর ওয়ার্ডপ্রেসনির্ভর ডিজাইনও খুবই সাদামাটা। বাংলা ব্লগে ঘোষণাপত্র রাখা হয়েছে ইংরেজি ভাষায়।
মুক্তাঙ্গন কর্তৃপক্ষ অবশ্য তাদের ব্লগকে সিরিয়াস আলোচনার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান। তাদের মডারেটরদের তরফে একাধিকবার জানা গেছে, মুক্তাঙ্গন যা-তা লেখার জায়গা নয়। তবে তারা একে 'যাঁতাকলের' অভিধা দিতেও নারাজ। একাধিক ব্লগার বছরের বিভিন্ন সময়ে মুক্তাঙ্গন ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভার্চুয়াল ফ্যাসিজম কায়েমের অভিযোগ আনেন। এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্যও স্পষ্ট মনে হয়নি। তবে মূলত বাদ-বিবাদের জের ধরে বছরের শেষদিকে মডারেশন নীতিমালা প্রণয়ন করে ব্লগটি। ডিসেম্বরের মাঝামাঝিতে বাংলা ব্লগের ভূমিকা নিয়ে কৌতূহলোদ্দীপক আলোচনার সূত্রপাত করে ব্লগটি। প্রসবকালের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে সচলায়তনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মুক্তাঙ্গন ব্লগের।
গ্লোবাল ভয়েস অনলাইন : ব্যতিক্রমী উদ্যোগ
গ্লোবাল ভয়েস অনলাইন হার্ভার্ড ল স্কুলের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটিতে (সমাজে ইন্টারনেটের প্রভাব সম্পর্কে একটি গবেষণা প্রতিষ্ঠান) প্রতিষ্ঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক সিটিজেন মিডিয়া প্রকল্প। গ্লোবাল ভয়েসেসের বাংলা সংস্করণের প্রকাশ এরই একটি অংশ। এতে নিয়মিতভাবেই বিশ্বের উল্লেখযোগ্য নানা ঘটনা ও বিষয়বস্তু অনুবাদ করে বাংলাভাষাভাষী পাঠকের সামনে তুলে ধরা হচ্ছে। চলতি বছর নির্বাচন নিয়ে মাইক্রোব্লগিং, ব্লগারদের বই নিয়েও আলোচনা দেখা গেছে এতে। সেখানে অঞ্চল, দেশ ও বিষয়ভিত্তিতে আর্কাইভ আছে, মাস অনুসারেও লেখা খুঁজে নেওয়া যায়। গ্লোবাল ভয়েসেসের নিয়মিত অনুবাদকদের মধ্যে শীর্ষ তিনজনই সামহোয়্যারইন...ব্লগের নিয়মিত ব্লগার - রেজওয়ান, কৌশিক আহমেদ এবং মামুন ম. আজিজ। স্বেচ্ছাসেবী অনুবাদক হিসেবে যে কেউ গ্লোবাল ভয়েসেসের সঙ্গে যুক্ত হতে পারেন।
এভারগ্রিন বাংলা ব্লগ : আলো থেকে দূরে
এভারগ্রিন বাংলা ব্লগের পুরনো ব্লগ হলেও চলতি বছরের দ্বিতীয়ার্ধে তারা নতুন রূপে হাজির হয়। তুলনামূলক পরিচ্ছন্ন এই ব্লগটি কোনো এক অজানা কারণে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকে গেছে। ওয়ার্ডপ্রেসভিত্তিক ব্লগটি নতুন ভার্সন প্রকাশকালে একটি নীতিমালাও প্রণয়ন করে।
বিডিনিউজ ব্লগ : অসফল উদ্যোগ
পাঠকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনলাইন দৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চালু করে বাংলাব্লগ। এর সর্বশেষ পোস্টটি প্রকাশিত হয় চলতি বছরের জুনে। বিডিনিউজ তাদের হোমপেজে ব্লগটির লিংক রাখলেও পোস্টের স্বল্পতা এবং ইউজারদের নিষ্ক্রিয়তা দেখে বোঝা যায়, ব্লগটির সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।
নগরবালক : স্কুলপড়ুয়াদের অগ্রযাত্রা
নগরবালক ব্লগটির তত্ত্বাবধান করে স্কুলপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী। ব্লগারদের বড়ো অংশই স্কুল শিক্ষার্থীরা। তবে বড়োদের অংশগ্রহণও দেখা গেছে মাঝে মাঝে। ব্লগটি বিজ্ঞান মেলায় পুরস্কৃত হওয়া ছাড়াও বছরের শেষদিকে ব্লগটি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান প্রচারিত হয় রেডিও এবিসিতে। ২০০৮ সালের শেষদিকে ব্লগটি একদফা হ্যাকিংয়ের শিকার হয়।
না বলা কথা : অবলা ব্লগ!
বছরখানেক আগে যাত্রা শুরু হয় মানবাধিকারবিষয়ক সাইট দৃষ্টিপাতের বাংলা ব্লগ না বলা কথার। দৃষ্টিপাতের ইংরেজি ব্লগ Unheard Voices-এর জনপ্রিয়তার কারণে তাদের বাংলা ব্লগ নিয়েও অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। এ পর্যন্ত 'না বলা কথায়' যতো লেখা এসেছে, তার প্রায় সবকটি লেখাই পুনঃপ্রকাশ - যা আগে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাও গত একবছরে লেখা এসেছে একটিই- গত ফেব্রুয়ারির ঘটনা! মূলত দেশের উন্নয়ন, তরুণ প্রজন্মের চিন্তাধারা তুলে ধরার লক্ষ্য নিয়ে ব্লগটির যাত্রা শুরু হলেও এখন উল্টো কর্তৃপক্ষের লক্ষ্য নিয়েই সংশয়ের সৃষ্টি হয়েছে।
গপসপ : নিরব মৃত্যু
হাসিন ও অমি আজাদের উদ্যোগে ২০০৮ সালের মার্চে গপসপ নামের একটি ব্লগ চালুর উদ্যোগ নেওয়া হয়। এর একটি বেটা ভার্সনওও উন্মুক্ত করা হয়। তাতে ডিজাইন ও কিছু কিছু ফিচার ব্যতিক্রমী মনে হয়েছিল। তবে চলতি বছর নিরবেই ব্লগটির মৃত্যু ঘটে।
ফিরে দেখা ২০০৯
১. বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২. একবছরে সচলায়তন ব্লগের অর্জন অনেক, ব্যর্থতাও কম নয়
৩. প্রথম আলো ব্লগে বছরজুড়ে নানা আয়োজনের পরও মন্দাবস্থা কাটেনি
৪. বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Bangla, bangla, Bangladesh, bangladesh, Bangladeshi, bangladeshi, Bengali, prothom-aloblog.com, The Daily Prothom Alo, Prothom Alo Blog, prothomaloblog, prothomalo blog, blog, bangla blog, bangla unicode blog, amar blog, amarblog, sachalayatan blog, sachalayatan, sachal, somewherein blog, somewhere, somewherein, somewhereinblog, techtunes, tech tunes, nirman, nirmaan, nirmaan blog, nirmaaan, nirmaaan blog, nirman blog, dristipat, টেকটিউনস, মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ, globalvoicesonline, গ্লোবাল ভয়েসেস, global voices, evergreenbangla, এভারগ্রিন ব্লগ, bdnews24, বিডিনিউজ ব্লগ, nogorbalok, নগরবালক, drishtipat, না বলা কথা, গপসপ, gopsop ;
প্রথম প্রকাশ
0 মন্তব্য