মার্কিন সিক্রেট সার্ভিসের ব্যর্থতা এবং একটি আশঙ্কা


তৃতীয় বিশ্বের দেশগুলোতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা মারার ঘটনায় উল্লাস প্রকাশ করা হচ্ছে- এটা স্বাভাবিক। মার্কিন প্রশাসনের নানা তৎপরতায় আহত তৃতীয় বিশ্বের আবেগেরই বহিঃপ্রকাশ বলা চলে একে।

পুরো ঘটনায় মুনতাজের আল জায়েদীর কৃতিত্বের চাইতে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টদের ব্যর্থতাটাই চোখে পড়ল বেশি। যে প্রশ্নটি মাথায় ঘুরেফিরে আসছে, পুরো বিশ্বে প্রবাদপ্রতিম মার্কিন সিক্রেট সার্ভিস এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজনের আগে কেন অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল না? গোয়েন্দা তথ্য সংগ্রহে মার্কিন এজেন্সিগুলোর যে ঘাটতি আছে, এই ঘটনার মধ্য দিয়ে সেটি ভালোভাবেই প্রকাশ পেল।

একটি আশঙ্কা
আল-বাগদাদিয়ার সাংবাদিক মুনতাজের আল জায়েদীর ঘটনার পর হয়তো এখন থেকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রবেশে কঠোর নীতিমালা অনুসরণ করা হবে। হয়তো আগাম তালিকা তৈরি হতে পারে। তালিকাভুক্ত সাংবাদিকদের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে- কারা সংবাদ সম্মেলনে প্রবেশাধিকার পাবে। তাতে তথ্য সংগ্রহের অবারিত দ্বার কিছুটা হলেও রুদ্ধ হবে। মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনগুলো এমবেডেড জার্নালিস্টদের দ্বারা অভিনীত একেকটি নাটক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 

Tags: ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।