মুহাম্মদ জাফর ইকবাল তখন ল্যাবে। রোজকার ব্যস্ততা। কিন্তু ঘটনা দেখে তিনিও হতচকিত। ভদ্রলোক মানুষ, কাউকেই না করতে পারেন না। এমনিতেই তাকে অনুরোধ-আবেদনে ঢেকি গিলতে হয় প্রায়ই। রক্ষা করতে হয় নানা জনের নানান আবদার। যা হোক, ইতিমধ্যে কেকের ছোট্ট বাক্স হাতে আচার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ রুবেলকে ঢুকতে দেখে তিনি মোটামুটি প্রমাদ গুণলেন। কিন্তু সিলেটে আছেন তিনি, ব্যবসায়ীদের উপেক্ষা করেন কী করে? মুখের ওপর তো আর না বলা যায় না! অতএব, জনমনূ্ষ্যহীন কক্ষে টেবিলের ওপর ৩০০ টাকার কেক, তার ওপর সন্তর্পণে ছুরি চালানো, ক্যামেরায় দু একটা ক্লিক! এবং এই হল '
কলিকাতা ব্লগ দিবস!'
উদ্যোগটা মূলত বিয়ানীবাজার বণিক সমিতির। তাদের উদ্যোগে ব্লগ দিবস পালিত হল জেনে প্রথমে একটু বিস্মিত হয়েছিলাম। পরে অবশ্য খুশিই হয়েছি। কারণ এ থেকে একটি বিষয় স্পষ্ট যে, ক্ষুদ্র ব্যবসায়ী মহলও ব্লগের গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে।
ব্যাপার না! আমার চিন্তাও সেটা না। ব্লগ মানে ব্লগ। কলিকাতা আর সামহোয়্যারইনের মধ্যে তফাৎ করি না। কিন্তু আজকের কথিত ব্লগ দিবস এইরকম ফ্লপ করলো কেন? মান-ইজ্জত তারা শেষ করে দিল একেবারে! সে যাক, আতঙ্ক তবু পিছু ছাড়ে না। এখন থেকে হয়তো দেখা যাবে, যার একটি ওয়েবসাইট আছে, সে-ই নিজে নিজে একটি দিবস ঘোষণা করে বসে আছে!
About author
ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।
0 মন্তব্য