চুলচেরা বিচার : এই মুহূর্তে কোন্ অ্যান্টিভাইরাস ভালো আর কোনটা খারাপ?

কোন্ অ্যান্টিভাইরাস ভালো আর কোনটা খারাপ- এই ধরনের মতামত আর পরামর্শ দেওয়ার ওয়েবসাইট কিংবা সংস্থা হাজারটা আছে ইন্টারনেটে। বলাবাহূল্য, বেশিরভাগই বাণিজ্যিক। খোদ পিসি ওয়ার্ল্ডের একটি রিভিউ দেখে গতকালই কষে মাইনাস দিয়ে এসেছি- এমনই বাণিজ্যিক সেই রিভিউ। অস্ট্রিয়ান স্বেচ্ছাসেবী সংস্থা এভি কম্পারেটিভস এক্ষেত্রে ব্যতিক্রম। স্বাধীন এই সংস্থাটির নিরীক্ষা আর মতামতকে গুরুত্বসহকারে নেওয়া হয় প্রযুক্তি অঙ্গনে। প্রতিষ্ঠিত কম্পানিগুলোর অ্যান্টিভাইরাস নিয়ে তারা প্রায় নিয়মিতভাবে পরীক্ষার আয়োজন করে থাকে। গত ফেব্রুয়ারিতেও ১২ লাখ ২৪ হাজার ৭৩২টি ভাইরাস নিয়ে একটি পরীক্ষা হয়ে গেল।এখন পর্যন্ত সেটাই সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা।
১২ লাখ ১৯ হাজার ৩৭১ ভাইরাস শনাক্ত করে শীর্ষে আছে জি ডেটা অ্যান্টিভাইরাস। আর ১০ লাখের কিছু বেশি ভাইরাস শনাক্ত করে তালিকার নিচে স্থান পেয়েছে কিংসফট অ্যান্টিভাইরাস। এভিজি, সফোস, মাইক্রোসফট এসেনসিয়ালস তো আছেই, এমনকি ক্যাসপারস্কাইয়ের অবস্থানও সুবিধাজনক মনে হল না। তবে বাংলাদেশে অধুনা জনপ্রিয় অ্যাভিরা ক্রমশ উন্নতি করছে। নিচে ফলাফল দেখুন-

সবচেয়ে ভালো অ্যান্টিভাইরাস
জি ডেটা
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৯.৬% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১০.৬ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
অ্যাভিরা
সর্বশেষ অ্যান্টিভাইরাস (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৯.৩% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৭.৭ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
ট্রাস্টপোর্ট
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৯.১% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৫.৬ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
পিসি টুলস
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৮.৭% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৯.৭ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
সিম্যানটেক
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৮.৬% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৮.৬ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
এফ-সিকিউর
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.৮% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৫.৯ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে কম।
ইসেট
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.৭% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৮.৭ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে কম।
বিটডিফেন্ডার
সর্বশেষ অ্যান্টিভাইরাস (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.৫% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৫.৪ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে কম।
ইস্ক্যান
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.৫% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৩.৭ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে কম।
অ্যাভাস্ট
সর্বশেষ অ্যান্টিভাইরাস (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.৩% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৫.৫ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
ক্যাসপারস্কাই
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৭.১% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ‌১০.৭ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।

ভালো অ্যান্টিভাইরাস
ম্যাকাফি
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৮.৯% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৬.৬ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : তুলনামূলক বেশি।
প্যান্ডা
সর্বশেষ অ্যান্টিভাইরাস (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৯.২% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৭.১ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : তুলনামূলক বেশি।
মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৬.৩% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ৫.৮ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে কম।
সফোস
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৩.৭% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৫.২ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।
এভিজি
সর্বশেষ অ্যান্টিভাইরাস (ফ্রি ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৪.২% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১৩.‌১ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : মোটামুটি কম।

চলনসই অ্যান্টিভাইরাস
কে-সেভেন
সর্বশেষ ইন্টারনেট সিকিউরিটি স্যুট (ট্রায়াল ভার্সন) | ভাইরাস শনাক্তকরণের হার : ৯৬.৪% | ফাইল স্ক্যানের গতি (প্রতি সেকেন্ডে) : ১২.৫ মেগাবাইট | ভুয়া ভাইরাস সতর্কীকরণের হার : সবচেয়ে বেশি।

নোট
প্রতি সেকেন্ডে কতো মেগাবাইট ফাইল স্ক্যান করতে সক্ষম, সেটা হিসেব করে ফাইল স্ক্যানের গতির পরীক্ষাটি করা হয়েছে। কম্পিউটারের ক্ষমতার ওপরও স্ক্যানের গতি নির্ভর করে। এভি কম্পারেটিভস তাদের পরীক্ষাটি চালিয়েছিল যে কম্পিউটারে, তার স্পেসিফিকেশন এইরকম- উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩, ইন্টেল কোর টু ডুয়ো ই৮৩০০/২.৮৩ গিগাহার্টজ, ২ গিগাবাইট রেম, সাটা টু হার্ডডিস্ক।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): AV Comparativesanti virus softwareproduct reviewsanti-malwareinternet security suitedetection ratesperformance ;

প্রথম প্রকাশ

Tags: , ,

About author

ফিউশন ফাইভ। ব্লগ লিখছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে।

0 মন্তব্য

Leave a Reply